মতলব উত্তর সংবাদদাতাঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৩নং ইসলামাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের (তিতারকান্দি একাংশ) উপ-নির্বাচনের প্রচার-প্রচারনায় ও জনমর্থনে এগিয়ে রয়েছেন মোরগ প্রতীকের মেম্বার পদপ্রার্থী শ্যামল চন্দ্র দাস।
তিনি যেনো জয়ের লক্ষেই মাঠে নেমেছেন কর্মী-সমর্থদের নিয়ে। যেখানেই যান সেখানেই জয়ের বার্তা শুনেন।
মোরগ প্রতীক পাওয়ার পর থেকে শ্যামল চন্দ্র দাস ১নং ওয়ার্ডের তিতারকান্দি গ্রামের প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে নিজের প্রচার-প্রচারনা অব্যাহত রেখেছেন। ছেয়ে গেছে মোরগ প্রতীকের ব্যানার, ফেস্টুন ও পোস্টারে। এছাড়াও তিনি প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে উঠোন বৈঠকসহ গণসংযোগ করছেন। উঠোন বৈঠক ও জনসংযোগকালে তিনি ভোটাদের বিভিন্ন সমস্যার কথা শুনছেন এবং সেগুলো সমাধানের প্রতিশ্রুতি দেন এবং সকলের কাছে আশির্বাদ, দোয়া ও ভোট প্রার্থনা করেন।
আগামী ১৬ মার্চ নির্বাচনে মোরগ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ভোটারদের কাছে অনুরোধ করেন। হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া সবাইকে সাথে নিয়ে ১নং ওয়ার্ডের উন্নয়নসহ সকল সমস্যার সমাধান করার আশ্বাস দেন।
এই ওয়ার্ডটিকে একটি মডেল ওয়ার্ডে রূপান্তর করার প্রতিশ্রুতিদেন। তিনি আরো বলেন, আমি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের চাঁদপুর জেলা শাখার সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ক সম্পাদক, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের মতলব উত্তর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি।
আমি নির্বাচিত হলে এই ওয়ার্ডের জনমানুষের কল্যানে কাজ করার জন্য সকলের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।