জয় চন্দ্র নাগঃ ঈদযাত্রা নির্বিগ্নে করতে গণমানুষের যাতায়াতে ভোগান্তি এড়াতে চাঁদপুরে ট্রাফিক পুলিশ ব্যাপক কর্মযজ্ঞ নিচ্ছে। যা ঈদের ৩ দিন পূর্বে ও পরে বলবৎ থাকবে।
৩ এপ্রিল বুধবার এ প্রতিবেদককে এই কর্মযজ্ঞের কথা জানিয়েছেন চাঁদপুরের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মোঃ মাহফুজ মিয়া।
জানা যায়, রেল ষ্টেশন, বাসস্টেশন ও লঞ্চঘাট দিয়ে চাঁদপুরে ঈদমুখো মানুষের ঢল নামে। এতে করে রাস্তায় যানজটে চরম ভোগান্তিতে পড়তে হয় মানুষকে। তাই ঈদ আনন্দ যেনো যাতায়াতে যানজটের কারনে ভোগান্তিতে রূপ না নেয়। সেজন্য ট্রাফিক বিভাগের প্রতি জনগণের ব্যাপক চাহিদা থাকে।
এ বিষয়ে চাঁদপুরের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মোঃ মাহফুজ মিয়া বলেন, এবার পুলিশ সুপারের নির্দেশনায় ঈদের ৩ দিন আগেই লঞ্চঘাট রোডে ওয়ান ওয়ে করা হবে। এক্ষেত্রে লঞ্চঘাটের মাদ্রাসা রোড দিয়ে গাড়ী ঢুকবে আর বড়ষ্টেশন দিয়ে বের হবে। একইসাথে লঞ্চঘাট ও বাসস্ট্যান্ডে অতিরিক্ত পুলিশ ফোর্স দেয়া হবে। সড়কপথের বাগাদী, মহামায়া, বাবুরহাট, কালীবাড়ী মোড়ে অবস্থান নিয়ে সকাল ৭টা হতে রাত ১১ টা পর্যন্ত ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করবে।
তিনি আরও বলেন, নির্বিগ্নে ঈদযাত্রার কথা মাথায় রেখে চাঁদপুর শহরে ৪০ জন, মতলবে ৪ জন, ফরিদগঞ্জে ৪ জন, হাজীগঞ্জে ১৪ জন ট্রাফিক বিভাগের পুলিশ সদস্য একযোগে কাজ করবে। মূলত টার্মিনাল কেন্দ্রীক যানজট নিয়ন্ত্রণেই তৎপরতা বেশি থাকবে। একই সাথে আমরা কমিউনিটি পুলিশিং, স্কাউটসহ আরো কয়েকটি টিমের সাথে সমন্বয় করে নিয়েছি। ওরাও আমাদের সাথে যানজট নিয়ন্ত্রণে মাঠে থাকবে।