হিলশা নিউজ রিপোর্টঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর সদর আওয়ামী যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীসহ দেশ বিদেশের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন সদর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সামনু।
২২ এপ্রিল শনিবার ‘হিলশা নিউজ’-কে পাঠানো এক বার্তায় তিনি সকলকে এই ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন, ‘ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে ঈদে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ঈদের আনন্দ আমাদের সবার।’
শিমুল হাসান সামনু আরও বলেন, ‘ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সবার আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে যুবলীগের প্রতিটি নেতাকর্মীসহ সকল মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। বিশ্বের সব মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক আজকের দিনে আমি মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করি।’