ফরিদগঞ্জ সংবাদদাতাঃ ঈদের আনন্দ ভাগাভাগি করতে পবিত্র মাহে রমজান এবং ঈদুল ফিতর উপলক্ষ্যে নিজ গ্রামের অসহায় গরীব দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২১ এপ্রিল) বিকালে ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের ৬ নং ওয়ার্ড হোগলী গ্রামে অসহায় গরীব নিম্ন আয়ের মানুষের হাতে ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শরীফ আহম্মেদ (সুজন)
গণমাধ্যমকে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,রাত পোহালেই মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। দির্ঘ এক মাস সিয়াম সাধনা ও সংযম পালনের পর খুশি আর আনন্দের বার্তা বয়ে নিয়ে এসেছে পবিত্র ঈদ-উল-ফিতর। তিনি বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা দেয় এবং সাম্য,মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকলকে। তিনি সমাজ ও জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ঈদ-উল-ফিতরের শিক্ষার প্রতিফলন হোক এই আহ্বান জানান। সকল শ্রেণী পেশার মানুষের সুস্থতা ও কল্যাণ কামনা করে সকলকে ঈদ শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন,৬ নং ওয়ার্ড ইউপিঃ সদস্য আহসান উল্লাহ হৃদয়,ওয়ার্ড ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শিফাত উল্লাহ দর্জি, ফারুক দর্জি,সোহেল পাটওয়ারী, সাংবাদিক মোঃশরিফ হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিজ এলাকায় প্রায় ২৫০ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন তিনি।
ঈদের আগমুহূর্তে শরীফ আহম্মেদ (সুজন) এর পক্ষ থেকে উপহার সামগ্রী ও নগদ অর্থ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।