হিলশা নিউজ রিপোর্টঃ ঈদ আনন্দ ছড়িয়ে দিতে চাঁদপুরের বড়ষ্টেশন মোলহেডের দেড়’শ ছিন্নমূল শিশুর হাতে মেহেদী পড়িয়ে দিলো বিজয়ী সংগঠন।
২১ এপ্রিল শুক্রবার বিকালে ত্রিনদী মোহনার রক্তধারার পাশে এ মেহেদী পড়ানো হয়। শিশুদের হাতে বিনামূল্যে এ মেহেদী পড়াতে বিজয়ীর ২ ডজন সদস্য একযোগে কাজ করে।
অনুষ্ঠানের অতিথি চাঁদপুর পৌরসভার প্যাণেল মেয়র ফরিদা ইলিয়াস ‘হিলশা নিউজ’-কে বলেন, এটি অত্যান্ত মানবিক একটি কাজ। বিজয়ী এমন ভালো ভালো উদ্যোগ নেয় বলেই আমি তাদের পাশে থাকি। আশা করবো ভবিষ্যতেও বিজয়ী সংগঠন তাদের এমন মানবিক সামাজিক কাজ অব্যাহত রাখবে।
অনুষ্ঠানের আয়োজক বিজয়ী নারী সংগঠনের প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান ‘হিলশা নিউজ’-কে বলেন, আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করতেই ছিন্নমূল শিশুদের নিয়ে মেহেদী উৎসব করছি। আমরা চাই ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে যাক। ভবিষ্যতেও আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। পরে ছিন্নমূল শিশুদের হাতে ইফতার তুলে দেওয়া হয়।
এসময় চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশিক খান, বাগাদী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আব্দুল আজিজ পাঠান, বিজয়ী সংগঠনের সদস্য তাহমিনা মীম, উম্মে হানী, রোকসানা খান মীম, মুনতাহা খান, জান্নাতুল মরিয়ম জিদনী, মাহমুদা আক্তার, মুন্নি আলিশা, শান্তা ইসলাম শিউলি, মিতু খান, তানিয়া আক্তার, রেশমী আক্তার, রিয়া রহমান, তাসফিয়া নূরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।