নিজস্ব প্রতিবেদক : ২৬৩ চাঁদপুর (৪) ফরিদগঞ্জ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী চাঁদপুর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জেলা বিএমএর সাবেক সভাপতি ডা হারুন অর রশিদ সাগর বলেছেন, ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়তে আবারো শেখ হাসিনার সরকার দরকার। কারন শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে ঐক্যবদ্ধ বাংলাদেশ আজকে বিশ্ব দরবারে মাথা উচু করে দাড়িয়েছে। শেখ হাসিনা বিশ্বের কয়েকজন দক্ষ নেতার মধ্যে একজন, আজকে তিনি বিশ্ব নেতায় পরিণত হয়েছেন। বাংলাদেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তা হলে কেউ কিছু করতে পারবেনা। আগামী নির্বাচনে ফরিদগঞ্জ আসন থেকে আমি দলীয় মনোনয়ন চাই, নেত্রী যদি আমাকে যোগ্য মনে করে আপনাদের কাছে পাঠায় তা হলে আমি আপনাদের সকলের সহযোগিতা চাই।
আমি বিগত দিনে স্বাস্থ্য সেবা দিয়ে ফরিদগঞ্জ উপজেলা বাসীর পাশে ছিলাম আগামীতে ও থাকবো ইনশাআল্লাহ।
বুধবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলার ১২ নং চরদুখিয়া ইউনিয়ন এর ৮ নং ওয়ার্ডের এর চরচন্না শেখ বাড়িতে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
উঠান বৈঠকে ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনোহর আলী দেওয়ান এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের নেতা আনোয়ার হোসেন।
বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, উপজেলা আওয়ামীলীগের নেতা আবু জাফর মিজি, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সফিক বেপারি, বিল্লাল চকিদার,৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খোরশেদ আলম, জয়নাল মেম্বর, মিজান মেম্বার, নাসির উদ্দীন, বাচ্ছু ডাক্তার, ইউনিয়ন যুবলীগের নেতা শাহিন উদ্দিন শুভ, ছাত্রলীগের সহ সভাপতি রাব্বি, সাংগঠনিক সম্পাদক রাকিব হোসেন, ছাত্রলীগের নেতা শাহাদাত হোসেন, রিফাত, সাহাদাত, শাকিল, মানিক, আনাস, তানভীর, রায়পুর কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাইফুর রহমান, ১১ নং চরদুখিয়া ইউনিয়ন যুবলীগের নেতা রায়হান মোল্লা, উপজেলা যুবলীগের নেতা জাহিদুল হক মিলন, নাসির উদ্দীন, ফয়সাল আহমেদ, জেলা ছাত্রলীগ নেতা আরিফুর রহমান মজুমদার, উপজেলা ছাত্রলীগের নেতা আব্দুর রউফ রুবাইয়েত, ১ নং বালিথুবা পঃ ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি ফয়েজ আহমেদ রাব্বি, ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন ফরিদ পাটওয়ারী, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ফরিদুজ্জামান বাঁধন পাটওয়ারী, ২ নং বালিথুবা পূর্ব ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি কাউসার আহমেদ, আবুল হাসনাত, মুরাদ হোসেন প্রমুখ।
এর আগে তিনি ১২ নং চরদুখিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ও মহান স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণ করা বীর মুক্তিযোদ্ধা যারা ইতিমধ্যে মৃত্যুবরন করেছেন তাদের কবর জিয়ারত করে তাদের রুহের মাগফেরাত কামনা করেন।
কবর জিয়ারত করা নেতৃবৃন্দ হলেন মহান স্বাধীনতা যুদ্ধের সংগ্রাম পরিষদের সভাপতি ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা লোকমান আহমেদ ভূইয়া,, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন ভূইয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক নেতা রবিউল্লাহ ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা হালিম ভূইয়া, সাবেক চেয়ারম্যান ফিরোজ ভূইয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আহসান উল্ল্যাহ দেওয়ান, সাবেক চেয়ারম্যান হাসান আব্দুল হাই এর পিতা বদিউজ্জামান মেম্বার, সাবেক আওয়ামীলীগের নেতা হাজী আব্দুল গনি, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য ইব্রাহিম শেখ, ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কাদির শেখের কবর জিয়ারত করেন।
এই সময় ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক রতন মাষ্টার, সাবেক ছাত্রলীগের নেতা মোশাররফ হোসেন ভূইয়া, কামাল ভূইয়া, শাহীন ভূইয়া সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।