শ্যামল সরকারঃ আনন্দঘন পরিবেশে সকলের বন্ধু ও চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহমুদ ও রাসেল আহমেদের জন্মদিন পালিত হয়েছে।
১ সেপ্টেম্বর সন্ধ্যায় জোরপুকুরপারস্থ জেলা স্বেচ্ছাসেবক লীগ সাঃসম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েলের নিজস্ব কার্যালয়ে দলীয় নেতাকর্মী ও বন্ধু বান্ধবদের সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে কেক কাটেন জেলার সভাপতি এ্যাড. হেলাল হোসেন ও সাধারণ সম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েল।
এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি ফারুক হোসেন ভুইয়া, দপ্তর সম্পাদক রনজিত সাহা মুন্না, ক্রিড়া সম্পাদক আব্দুল মবিন জনি, সাবেক জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এপিপি,এ্যাড গোলাম কাউছার শামিম, সদস্য আবু সায়েম শুভাাশি ঘোষ শ্রীগুরু জেলার নেতা তাপষ রায়, ইমানগাজী, মমিনুল ইসলাম উজ্জ্বল। সাজ্জাদ হায়দার, , নাছির উদ্দীন নিশান, সাব্বির আহমেদ প্রমুখ।পরে উপস্থিত সকলকে আপ্যায়ন করা হয়।