... বিস্তারিত
একুশের প্রথম প্রহরে চাঁদপুর শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
প্রান কৃষ্ণ দাসঃ বাঙালির সামজিক-সাংস্কৃতিক চেতনা জাগ্রতের মূলে ছিল বায়ান্নর ভাষা আন্দোলন। তমুদ্দুন মজলিশের উদ্যোগে ভাষা আন্দোলনের সূত্রপাত হলেও সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের মাধ্যমে আন্দোলনের বিস্তৃতি ঘটে।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিতে শহীদরা রক্ত দিয়ে বিশ্বের ইতিহাসে বাংলাকে নিয়ে যায় অনন্য স্থানে। সেই ভাষা শহীদদের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করছে সর্বস্তরের মানুষ।
শনিবার (২০ ফেব্রুয়ারি) চাঁদপুর জেলা পুলিশের ব্যবস্থাপনায় শহীদ মুক্তিযোদ্ধা সড়কে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় কড়া নিরাপত্তা নেওয়া হয়।
ঘড়ির কাটা রাত ১২টা ১ মিনিট হলে যথা সম্ভব স্বাস্থবিধি মেনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়।
প্রথমেই শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির পক্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) মো. মাহবুবুর রহমান পিপিএম বার, পুলিশ ব্যুারো অব ইনবেস্টিগেশন চাঁদপুর, চাঁদপুর পৌরসভার পক্ষে মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর জেলা আওয়ামী লীগ, চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগ, সিআইডি পুলিশ চাঁদপুর জেলা, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর প্রেস ক্লাব, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ অন্যান্য সংগঠন।