মোঃ হোসেন গাজীঃ
মানুষের পাশে আছে ” এক মুঠো হাঁসি” মানুষের সেবায় এগিয়ে যাচ্ছে সামাজিক ও সেবামূলক সংগঠন “এক মুঠো হাঁসি”।
এক মুঠো হাসি ফেসবুক গ্রুপের পক্ষ থেকে অসহায় হতদরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ধারাবাহিকভাবে একমুঠো হাসি গ্রুপের নেতৃবৃন্দরা শনিবার বিকেলে চাঁদপুর সদর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা মোট ৬ জন অসহায় পরিবারকে ১২ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান ও দুজন অসুস্থ রোগীকে চিকিৎসা সেবা সহ ঔষধ কিনে দিয়ে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে ।
এক মুঠো হাঁসি” সংস্থার প্রশাসনিক কর্মকর্তা ও এডমিন কাজি ইরা ম্যাম,এক মুঠো হাঁসি” গ্রুপের উদ্যোক্তারা ঐক্যবদ্ধভাবে করোনাকালীন সময় অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা করেছি। ৪০ জন সদস্য নিয়ে গঠিত সংস্থাটি কুমিল্লা ও চাঁদপুর জেলা নিয়ে কাজ করলেও সারাদেশ নিয়ে কাজ করবে বলে প্রত্যাশা এই সংস্থাটি। সারা বাংলাদেশে এক মুঠো হাসি গ্রুপের কার্যক্রম চলবে ও পর্যায়ক্রমে হতদরিদ্র, অসহায়দের মাঝে আর্থিক সহায়তা করা হবে। আর এক মুঠো হাঁসি” গ্রুপের উদ্যোক্তাদের পাশে থেকে আর্থিকভাবে সহযোগিতা করেন,ডাক্তার নুরে এ আলম মজুমদার,মোঃ মানিক,শাওন আহমেদ,শুভো আহমেদ,মোঃ জসীমউদ্দিন ,বিশ্বজিত ঘোষ,বিষ্ণু,আল আমিন,আজহারুল ইসলাম ,ইসমাইল আহমেদ দিপু,রুবেল আহমেদ। হতদরিদ্র ও অসহায় মানুষের আবেদনের প্রেক্ষিতে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। এই সময় আর্থিক সহায়তা পাওয়া বেশ কয়েকজন অসহায় পরিবার তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, এক মুঠো হাসি গ্রুপের সদস্যদের আর্থিক সহযোগিতার কারণে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই মহামারী করোনা ভাইরাস চলাকালীন সময়ে অসহায় হতদরিদ্র মানুষরা জীবিকা নির্বাহে অনেক কষ্ট হয়েছে। ঠিক এ সময় তারা আমাদের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা করায় অনেক উপকৃত হয়েছি। অসহায় রোগী যারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা সহ হাসপাতালে চিকিৎসাসেবা দিচ্ছেন এক মুঠো হাসি।তাদের মত করে অসহায় হতদরিদ্রদের মাঝে এসে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অর্থশালী লোকদের কাছে আহ্বান জানাচ্ছি।
