স্টাফ রিপোর্টারঃ ব্যাবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এফবিসিসিআই তে আগামী ৩ বছরের জন্য পরিচালক নির্বাচিত হয়েছেন চাঁদপুরের সন্তান মোঃ শাহাবুদ্দিন অনু। তিনি ২০২৩-২৫ মেয়াদে পরিচালনা পর্ষদে পরিচালকের দায়িত্ব পালন করবেন।
এর আগে গত সোম ও বুধবার অনুষ্ঠিত হওয়া এ নির্বাচনে সংগঠনের সভাপতি পদে নির্বাচিত হন চট্টগ্রাম চেম্বারের সভাপতি ও এফবিসিসিআইর সাবেক সহসভাপতি মাহবুবুল আলম।
ব্যবসায়ীরা জানান, মোঃ শাহাবুদ্দিন অনু প্যাসিফিক এসোসিয়েট লিঃ ঢাকা ব্যবস্থাপনা পরিচালক, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পরিচালক এবং চাঁদপুরের নান্দনিক শিক্ষা প্রতিষ্ঠান শাহাবুদ্দিন স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং খ্যাতনামা একজন সফল ব্যবসায়ী ও শিক্ষানুরাগী হিসেবে সুপরিচিত। ঢাকা গুলশানে তার নিজের ফ্লাটবাসা থাকলেও তিনি পৈত্রিকসূত্রে চাঁদপুর শহরের নাজির পাড়ার বাসিন্দা।
এক সাক্ষাৎকারে মোঃ শাহাব উদ্দিন অনু বলেন, ‘আমি নির্বাচন শেষে পরিচালকের নতুন এই দায়িত্ব পেয়ে অত্যান্ত আনন্দিত। দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির উন্নয়নে এবং ব্যবসায়ীদের কল্যাণে আমার ওপর অর্পিত এই দায়িত্ব আন্তরিকতার সাথে পালনের চেষ্টা করবো।
এদিকে চাঁদপুর জেলা ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চাঁদপুর চেম্বার অব কমার্সের সদস্য মোঃ শাহাবুদ্দিন ঢাকার এফবিসিসিআই নির্বাচনে পরিচালক পদে নির্বাচিত হওয়ায় তাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পর্ষদ।