স্টাফ রিপোর্টার : এস এস সি ৯১ ব্যাচের ৩০বছর পূর্তি উৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গতকাল চাঁদপুরে অনুষ্ঠিত হয়।
উদযাপন কমিটির সমন্বয়ক দীল জেব কবির রিপনের সভাপতিত্বে হকাস মার্কেটের সামনে ক্যাফে কর্ণারের চতুর্থ তলায় সভায় ব্যাপক সিদ্ধান্ত গৃহীত হয়।
উপস্থিত ছিলেন, বিভিন্ন উপজেলা থেকে আগতসহ জেলার ৯১ব্যাচের সদস্যরা। আলোচনা সভায় আগামী ২১ জানুয়ারি ২০২২ তারিখে চাঁদপুর স্টেডিয়ামে মিলন মেলা করার সিদ্ধান্ত গৃহীত হয়। তাছাড়া অনুষ্ঠান সফল করার জন্য বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। পাশাপাশি ৯১ সদস্য শেখ মহিউদ্দিন রাসেলের আঁকা উৎসব পূর্তির লগো উপস্হাপন করা হলে তা সর্ব সম্মতিক্রমে অনুমোদন দেয়া হয়।
সভায় রেজিস্ট্রেশন ও প্রচার কমিটির আহ্বায়ক এমএ লতিফ ও সদস্য সচিব লেলিনসহ সকল উপকমিটির কার্যক্রম শুরু করার জন্য অনুরোধ করা হয়। ৯১ সদস্যদের রেজিস্ট্রেশন ফি ধার্য করা হয়েছে জনপ্রতি পনের শত টাকা। পরিবারের অন্যান্যদের পাঁচ শত টাকা ধার্য করা হয়েছে।
জেলার ৯১ সকল সদস্যদের রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ করা হয়েছে। প্রতিদিন ক্যাফে কর্ণারে ৪র্থ তলার অফিসে রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। প্রতিদিন অফিস কার্যক্রম চালু থাকবে।