মামুন হোসাইনঃ চাঁদপুর (৪) ফরিদগঞ্জ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ডা: হারুন অর রশিদ সাগর বলেছেন, ঐক্যবদ্ধ আওয়ামীলীগের বিজয় ছিনিয়ে নেয়া কারো পক্ষে সম্ভব নয়।
তিনি বলেন, আমাদের মধ্যে যদি ঐক্য না থাকে, আমরা যদি বিবাদে জড়িয়ে পড়ি তা হলে তো অন্যরা এর সুবিধা নিবে। আর যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তা হলে কোন অপশক্তি আমাদের ধমিয়ে রাখতে পারবেনা।
আমি চাই ফরিদগঞ্জের সবাই এক কাতারে সামিল হই, শেখ হাসিনার নেতৃত্বে আগামীর সুন্দর ফরিদগঞ্জ বিনির্মানে আপনাদের সহযোগিতা ও সমর্থন চাই, আমি গত ২০১৪,২০১৮ সালে ও দলীয় মনোনয়ন চেয়েছি নেত্রী আমাকে অপেক্ষা করতে বলেছেন, এবার ও আমি মাঠে কাজ করছি, আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি এবার তিনি আমাকে নৌকা প্রতিক দিয়ে আপনাদের মাঝে পাঠাবেন। আমি সকল নেতাকর্মীদের ভাই হতে চাই, কোন হাতেগোনা কয়েকজনের নয়।
গত ১৪ বছরে বাংলাদেশ যত উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে তা বাংলাদেশ কে শতবছর এগিয়ে দিয়েছে, বঙ্গবন্ধু আমাদের একটি রাষ্ট্র দিয়েছেন আর তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার বদৌলতে আমরা উন্নয়নের মহাসড়কে ভাসছি, এই উন্নয়ন কর্মকাণ্ড চলমান রাখতে আবারো নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা কে রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে।
১০ জুলাই সোমবার বিকেলে ১১ নং চরদুখিয়া ইউনিয়ন এর ২ নং ওয়ার্ড সন্তোষপুর বেপারী বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উঠান বৈঠকে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য শিরাজুল ইসলাম গাজী ও পরিচালনা করেন সাবেক শেরে বাংলা হল ছাত্রলীগের সাংগঠনিক মোজাম্মেল হোসেন সুমন।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আবদুস সালাম আজাদ জুয়েল, উপজেলা আওয়ামীলীগের নেতা আনোয়ার হোসেন, ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি তুহিন রায়হান, ১১ নং চরদুখিয়া ইউনিয়ন আওয়ামীলীগের নেতা বিল্লাল হোসেন মিজি, ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলী আর্জন মেম্বার, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি লোকমান হোসেন পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য ইকবাল হোসেন, ইউনিয়ন যুবলীগের নেতা আনোয়ার হোসেন, সহ সভাপতি মিজানুর রহমান , ধর্ম বিষয়ক সম্পাদক মনজু খান, এমরান হোসেন খন্দকার, রায়হান মোল্লা, আকিল মাহমুদ রাফি, ফরিদগঞ্জ পৌরসভা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম পাটওয়ারী, জেলা ছাত্রলীগ নেতা আরিফুর রহমান মজুমদার, ফরিদুজ্জামান বাঁধন পাটওয়ারী, আব্দুর রউফ রুবাইয়েত, ১ নং বালিথুবা পঃ ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুজ্জামান রনি, ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী ফরিদ, আদনান পাটওয়ারী, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, পিয়াস চন্দ্র দাস, কাউসার হোসেন প্রমুখ।
এর আগে তিনি চর দুখিয়া ইউনিয়ন মৃত আওয়ামীলীগ ও বীর মুক্তিযোদ্ধদের কবর জিয়ারত করে তাদের রুহের মাগফেরাত কামনা করেন।
কবর জিয়ারত করা নেতারা হলেন ১১ নং চরদুখিয়া পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান মাস্টার, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি লতিফ চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মৌলভী, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ছেরাজল হক চিডু মিজি, বীর মুক্তিযোদ্ধা আহাম্মদ মাস্টার,,বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান মাস্টার, ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সোহাগ গাজীর,ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল করিম পাটওয়ারীর,ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক আজমের মা এর, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি রুহুল আমিন জমাদার,ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল রাঢ়ি,ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সংগ্রাম কমিটির সভাপতি হাফিজ মিয়া রাঢ়ির কবর জিয়ারত করেন।