স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রিপন সাহার ছোট ভাই সুজন সাহার(৩৫) মরদেহ উদ্ধারের ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় মামলা দায়ের হয়েছে।
১৯ জুলাই বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি মোঃ মুহসীন আলম। তিনি বলেন, আমরা লাশ উদ্ধারের বিষয়টি অধিকতর তদন্ত করছি। এরজন্য আমাদের পুরানবাজার ফাঁড়ির এসআই জাহেরকে তদন্তকর্তার দায়িত্ব দেয়া হয়েছে। এ মামলার বাদী হচ্ছেন নিহতের পিতা সমীর কান্তি সাহা।
এদিকে নিহতের লাশ নিয়ে ময়নাতদন্তকারী চিকিৎসক চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আরএমও ডা. হাসিবুল হাসান বলেন, মৃত ব্যাক্তির মুখে আঘাতের চিহ্ন দেখতে পেয়েছি। আমরা হাসপাতাল কর্তৃপক্ষ এ ঘটনায় বোর্ড গঠন করেছি। ময়নাতদন্তের রিপোর্টের আগে আমরা এই গলিত লাশ উদ্ধারের বিষয়ে আনুষ্ঠানিক কোন বক্তব্য দিবো না।
এ বিষয়ে মামলার বাদী সমীর কান্তি সাহা বলেন, আমরা সুষ্ঠু তদন্ত চাই। এর বেশি কিছু বলার মতো অবস্থায় নেই।
এ বিষয়ে এর আগে সুজনের মেঝো ভাই সুমন সাহা বলেন, এটি হচ্ছে কয়েক দিনের পুরানো লাশ। সে একজন সফল ব্যবসায়ী ছিলো। তার সাথে টাকা পয়সা লেনদেনের ঘটনা আছে। আমরা ৩ ভাইয়েরা সবাই আলাদা থাকায় তার সাথে তেমন একটা যোগাযোগ করা হয়নি।
এ বিষয়ে সুজনের বড় ভাই ও পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রিপন সাহা বলেন, আমার ভাইয়ের মৃতদের কয়েকদিনের পুরানো ধারণা করছি। তবে এটি কি স্ট্রোক করে মারা গেলো নাকি অন্য কিছু তা এখনি বলতে পারছি না। আমরা পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু তদন্ত দাবী করছি।
ঘটনাস্থল পরিদর্শনে আসা চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত বলেন, আমরা ফ্লাট বাসা হতে যুবকের লাশটি উদ্ধার করার ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। আশা করছি দ্রুতই এই লাশের ঘটনায় বিস্তারিত উদঘাটন করা সম্ভব হবে।
উল্লেখ্য, সুজন সাহার লাশ চাঁদপুর পৌর ২নং ওয়ার্ডের পশ্চিম শ্রীরামদী রনাগোয়াল এলাকার সাহাবাড়ীর নিহতের নিজ বাসার শয়নকক্ষ হতে কাউন্সিলর মালেক শেখের উপস্থিতিতে মঙ্গলবার দুপুরে উদ্ধার করে থানা পুলিশ।