কচুয়া সংবাদদাতাঃ ‘নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই স্লোগানে চাঁদপুরের কচুয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন র্যালী ও আলোচনা সভা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার আয়োজনে এ আলোচনা সভা হয়।
এতে ইউএনও মো. নাজমুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির।
এসময় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আব্দুল মবিন, জাবের মিয়া, জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা, এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদুল হাছান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, সাধারন সম্পাদক সুজন পোদ্দার প্রমূখ।