রাজীব চন্দ্র শীল: চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়ন যুবলীগ নেতা সাইফুল ইসলাম মাইকেলসহ জুয়ার আসর থেকে আট জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। মাইকেল পালাখাল মডেল ইউনিয়ন যুবলীগের কার্যকরী কমিটির সদস্য।
১৪ই এপ্রিল রবিবার ভূঁইয়ারা মনসা মুড়ায় পহেলা বৈশাখ উপলক্ষ্যে বৈশাখী মেলায় জুয়া খেলা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে কচুয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- ভূঁইয়ারা গ্রামের সাইফুল ইসলাম মাইকেল (৪০), একই গ্রামের মিলন হোসেন (২২), সাকিল হোসেন (২৬), সোলাইমান (৪৫), নাছির উদ্দিন (২১), দহুলিয়া গ্রামের আব্দুল কাইয়ুম (২৭), মেঘদাইর গ্রামের সাকিল হোসেন (১৯), পার্শ্ববর্তী পশ্চিম সহদেবপুর ইউনিয়নের প্রসন্নকাপ গ্রামের মনির হোসেন (৪০)। এসময় তাদের কাছ থেকে নগদ ১ হাজার ৭১০ টাকা, লুডু, খেলার বোর্ড, তাস-কার্ড জব্দ করা হয়।
১৫ই এপ্রিল সোমবার সকালে চাঁদপুর আদালতে তোলা হলে আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন-উপ পুলিশ পরিদর্শক (এসআই) কাজী আনোয়ার হোসেন ও দেলোয়ার হোসেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, পহেলা বৈশাখ উপলক্ষ্যে বৈশাখী মেলায় জুয়া খেলা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। কচুয়া থানায় জুয়া আইনে ৪ ধারা মতে মামলা করে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। জুয়াখেলা বন্ধ করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।