মোঃ রাছেল:
আসন্ন কচুয়া পৌরসভা নির্বাচনকে সামনের রেখে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া। কচুয়ার সকল সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন। দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্যে দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা।
সারা দেশের ন্যায় কচুয়া উপজেলায়ও ৩৯টি এ উৎসব পালন করবে সনাতন ধর্মাবলম্বীরা। তাই করোনা মহামারীর মধ্যে দিয়ে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় এ দুর্গাউৎসব পালন করতে পারে সে ব্যাপারে আওয়ামী লীগ,মহিলা আওয়ামী লীগ,যুবলীগ,কৃষকলীগ,স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগিসংগঠনের নেতা-কর্মীদের সর্বাত্বক সহযোগিতা করার নির্দেশ দেন।
কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে আইন শৃংখলা বাহিনীকে জানানোরও নির্দেশ দেন দলীয় নেতা কর্মীদের।শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় সে কামনা করেন আকতার হোসেন সোহেল ভূঁইয়া।
উল্লেখ্য, ২২ অক্টোবর মহাষষ্ঠী, ২৩ অক্টোবর মহাসপ্তমী, ২৪ অক্টোবর মহাঅষ্ঠমী, ২৫ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।
