শান্তুু ধরঃ চাঁদপুরের কচুয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের কড়ইয়া সার্বজনীন হরি মন্দিরে ২৪প্রহর ব্যাপী পঞ্চদশ বার্ষিকী শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞ উৎসব অনুষ্ঠিত।
মঙ্গলবার শেষ দিন উপলক্ষে ও দোল পূর্ণিমা উৎসবে একে অপরকে রং রাঙিয়ে আবির খেলায় মেতে উঠেছে হাজারো ভক্তের সমাগমে দোল পূর্ণিমায় আবিরের রং সকলে রং রাঙিয়ে এক আনন্দ ঘন মূহুর্তে পরিনত হয়েছে।
গত ৪ই মার্চ সন্ধ্যা ৬টায় শ্রীমদ্ভগবদগীতা পাঠ ও রাত-১০টায় গঙ্গা আবাহন ও নামযজ্ঞের শুভ অধিবাস মধ্যে দিয়ে এই শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞ উৎসব শুরু হয়েছে। উক্ত অনুষ্ঠানটি ৭ই মার্চ রোজ মঙ্গলবার সকালে বাল্য ভোগ,দ্বি প্রহরে শ্রী শ্রী মহা প্রভুর ভোগ ও প্রসাদ বিতরন করা হয়েছে।
৮ই মার্চ বুধবার ভোরে প্রাতে নগর কীর্তন ও মহা নামযজ্ঞের সমাপনী ঘটবে।