কচুয়া সংবাদদাতাঃ দৈনিক যায় যায় দিনের কচুয়া প্রতিনিধি ও কচুয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ শান্তু ধরের অপারেশন সফলভাবে করা হয়েছে।
১৩ এপ্রিল বৃহস্পতিবার ঢাকার ডিআইটি রোডের বাংলাদেশ মাল্টিকেয়ার হাসপাতালে এই অপারেশন করা হয়।
শান্তু ধর নিজেই বিষয়টি হিলশা নিউজ-কে নিশ্চিত করেন। জানা যায়, গেলো বছরের ৮ আগষ্ট কুমিল্লা কংশনগর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাওয়াকালীন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহন হন শান্তু ধর। পরে কুমিল্লা কুচাইতলি এবং সবশেষে ঢাকা পপুলার হসপিটালে তিনি দীর্ঘসময় চিকিৎসা নিয়ে কোনমতে প্রাণে বেঁচে যান। তবে তার মুখমন্ডলে মারাত্মক জখমী আঘাতে এবার ২য় বারের মতো অপারেশন করতে হচ্ছে।
এদিকে মুঠোফোনে গণমাধ্যমকর্মী শান্তু ধর ‘হিলশা নিউজ’-কে বলেন, আমার মুখমন্ডলে ২য় বারের মতো সফলভাবে অপারেশন হলো। সবার কাছে আর্শীবাদ চাই যাতে দ্রুত সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারি।