কচুয়া প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়ার পশ্চিম সহদেবপুর ইউনিয়নে অমৃত চন্দ্র সরকারের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার ৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়ে তিনি সর্বশান্ত হয়ে গেছেন।
২৩ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাতের আঁধারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, অমৃত চন্দ্র সরকার পেশায় একজন কাঠমিস্ত্রি। তিনি পরিবারসহ বেড়াতে গেলে খবর পেয়ে বাড়ী এসে দেখেন সব পুড়ে ছাই হয়ে গেছে।
কাঠমিস্ত্রি অমৃত চন্দ্র সরকার বলেন, আমার সারাজীবনের জমানো ঘরে থাকা নগদ ২ লক্ষ টাকা, ৩০ মণ ধান, চাল, হাড়ি পাতিল, জামা কাপড়, প্রয়োজনীয় কাগজ পত্রাদি ও যাবতীয় আসবাবপত্রসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়। আমি এই ক্ষতি কিভাবে পুষিয়ে উঠবো বুজতে পারছি না।
এ বিষয়ে কচুয়ার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের ইউপি সদস্য হান্নান মিয়া বলেন, আগুন কিভাবে লাগছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে অমৃত বাবুকে এই অগ্নকান্ডের ক্ষতি পুষিয়ে নিতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহায়তা করতে সবার সাথে আলোচনা করবো।