... বিস্তারিত
কচুয়ায় গীতা স্কুল পরিচালনা পরিষদ কর্তৃক শীত বস্ত্র বিতরণ
রাজীব চন্দ্র শীলঃ গীতা স্কুল পরিচালনা পরিষদ চাঁদপুরের কচুয়া শাখা কর্তৃক কচুয়া উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার অসহায় দরিদ্র সনাতনীদের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে।
গত ১২ই ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৩ঘটিকার দিকে ডুমুরিয়া সূত্রধর বাড়িতে এই শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।গীতা স্কুল পরিচালনা পরিষদ কচুয়া শাখার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রতিনিধিদের মাধ্যমে অসহায় গরীব সনাতনীদের তালিকা করে তালিকা অনুযায়ী কম্বল বিতরণ করা হয়।
গীতা পাঠের মাধ্যমে কম্বল বিতরণ অনুষ্ঠান শুরু করে উদ্বোধন করেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও গীতা স্কুল পরিচালনা পরিষদ কচুয়া শাখার সহকারী প্রধান উপদেষ্টা মানিক ভৌমিক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসপিপি কচুয়া শাখার প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সন্তোষ চন্দ্র সেন,আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক এডভোকেট মানিক ভৌমিক,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গীতা স্কুল পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সাংবাদিক ও মানবাধিকার কর্মী রাজীব চন্দ্র শীল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কচুয়া শাখার সভপতি ফণি ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক বিকাশ সাহা,কচুয়া উপ সহকারী কৃষি কর্মকর্তা ও জিএসপিপি কচুয়া শাখার উপদেষ্টা শিবুলাল সাহা প্রমুখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন জিএসপিপি কচুয়া শাখার অর্থ বিষয়ক সম্পাদক সুজন সূত্রধর,সহ সভাপতি শীপন সরকার,৯নং ইউনিয়ন কমিটির সভাপতি অর্পন সরকার,সাধারণ সম্পাদক পলাশ সরকার,৩নং ইউনিয়ন কমিটির সদস্য জয় চক্রবর্তী প্রমুখ।উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গীতা স্কুল পরিচালনা পরিষদ কচুয়া শাখার সভাপতি অপু চক্রবর্তী।