রিয়ন দেঃ চাঁদপুরের কচুয়ায় ডিএনসি অভিযানে ৯৯ বোতল ফেনসিডিল এবং ১১ কেজি গাঁজাসহ ২ জন আটক হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৩ লক্ষ ১৯ হাজার টাকা।
২৫ জুলাই সোমবার সকালে কচুয়ার জগতপুর পূর্ব বাজারস্থ কাশেম সাইকেল ষ্টোর নামীয় দোকানের উত্তর পাশে এ অভিযান করা হয়। আটক ২ মাদককারবারী হচ্ছেন, মোঃ জয়নাল আবেদীন ও হোসনেয়ারার ছেলে মোঃ নুরনবী(২৫),বালা মিয়া বেপারী ও লাইলী বেগমের ছেলে হোসেন বেপারী(২৩)।
অভিযান প্রসঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন বলেন, আমরা ৯৯ বোতল ফিনসিডিল এবং ১১ কেজি গাঁজাসহ হাতেনাতে ২ মাদক কারবারীকে গ্রেফতার করি। এ বিষয়ে কচুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।