কচুয়া সংবাদদাতাঃ চাঁদপুরের কচুয়ায় এক নারী ধর্ষণের মামলার মূল আসামী সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন ধরা ছোঁয়ার বাইরে থেকে কলকাঠি নাড়ছেন বলে অভিযোগ উঠেছে। যদিও পুলিশ বলছে এ ঘটনায় সুমন হোসেন (৩৩) নাম এক যুবক গ্রেফতার হয়েছে এবং মামুনকেও গ্রেফতারে অভিযান চলছে।
১৮ জুন রোববার সকালে ধর্ষিতা নিজে বাদী হয়ে কচুয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। যার নং-১৪।
মামলা সূত্রে জানা গেছে, ধর্ষিতা নারীর গ্রামের বাড়ি চাঁদপুর সদরের মহামায়ায়। তার বাবা কচুয়া পৌরসভা সংলগ্ন সাবেক ঈগল বাসস্ট্যান্ড এলাকায় ভাড়াটিয়া ছিলেন।
১৭ জুন শনিবার রাতে পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন ও কড়ইয়া গ্রামের মৃত আবুল কালামের ছেলে সুমন বিশ্বরোড এলাকায় মামুনের কার্যালয়ে নারীকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে উপর্যুপরি গণধর্ষণ করে। যা এখন কচুয়ায় টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, ধর্ষণের ঘটনায় সুমন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতারের চেষ্টা চলছে। আমরা মামলার বাদী নিশিকে মেডিকেল পরীক্ষার জন্যে চাঁদপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করেছি।