... বিস্তারিত
কচুয়ায় ধান ক্ষেতে ইঁদুরের উপদ্রবে দিশেহারা কৃষক
মো: রাছেলঃ চাঁদপুরের কচুয়ায় ধান ক্ষেতে ব্যাপকহারে ইঁদুরের উপদ্রব দেখা দিয়েছে। মাঠে মাঠে ইঁদুর ধান গাছ কেঁটে সাবাড় করে দিচ্ছে। এ বছর কচুয়া উপজেলায় সাড়ে ১২
হাজার হেক্টর জমিতে ইরি-বোরো ধানের চাষাবাদ হয়েছে।
ধান ক্ষেতে ও আইলে বাসা বেঁধে ইঁদুর ধান গাজ কেঁটে যাচ্ছে প্রতি নিয়ত। শুকনো ও পানি ভর্তি উভয় ধরণের জমির ধান গাছ ইঁদুরের কাটা থেকে রক্ষা পাচ্ছে না।
যে সব ধান ক্ষেতের পানি শুকিয়ে গেছে ওইসব বোনা আমন ধান ক্ষেতেও ইঁদুর বাসা বেঁধে ধান গাছ কাঁটছে।
উপজেলার নূরপুর গ্রামের আবু তাহের, আশ্রাফপুর গ্রামের সিরাজুল ইসলাম, মনোহরপুর গ্রামের নুরুল ইসলাম, নোয়াগাঁও গ্রামের আমির হোসেন ও পালাখাল গ্রামের মাসুদ রানা জানান, কীটনাশক ওষুধ ব্যবহার করে ও ইঁদুর মারার ফাঁদ পেতে ইঁদুর মারা হলেও ইঁদুরের উপদ্রব থেকে ফসল রক্ষা করা যাচ্ছে
না।
পাশের জমি থেকে ইঁদুর এসে তাদের ধান ক্ষেতে নতুন করে বাসা বেঁধে ধান গাছ কাঁটছে। ইঁদুর ধান কেঁটে কৃষকদেরকে সর্বশান্ত করে দেওয়ায় কৃষকরা এখন দিশেহারা।
কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা সোফায়েল হোসেন ধান ক্ষেতে ইঁদুরের উপদ্রবের সত্যতা স্বীকার করে বলেন- যে মাঠে ইঁদুরের উপদ্রব দেখা দেয় সেই মাঠের সকল কৃষকদেরকে একযোগে ল্যানির্যাট ও গ্যাস ট্যাবলেট ইত্যাদি ইঁদুর মারার কীটনাশক প্রয়োগ করতে হবে। তাহলেই ইঁদুরের উপদ্রব থেকে ফসল
রক্ষা করা সম্ভব হবে।
তিনি আরো দাবী করেন- উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে মাঠে গিয়ে একযোগে ইঁদুর মারার কীটনাশক ওষুধ প্রয়োগ করার জন্য কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছেন।