হিলশা নিউজ রিপোর্টঃ চাঁদপুরের কচুয়ায় পুলিশের অভিযানে ১১ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার হয়েছে। তাদের বিরুদ্ধে নেওয়া নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা।
১১ মার্চ শুক্রবার দুপুরে কচুয়া থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
সূত্র মতে, গজালিয়া এলাকার ছরোয়ার শেখের ছেলে মোঃ কুদ্দুস শেখ (২৭) এবং মহেশতলীর মৃত আব্দুল হাকিম খাঁ এর ছেলে মোঃ আরজান খাঁ (৫৫) কচুয়া গাঁজাগুলো বিক্রি করতে আসছিলো। এর পরপরই তারা পুলিশের কাছে গ্রেফতার হয়।
বিষয়টি নিশ্চিত করেন কচুয়া থানার এস. আই মোঃ মামুনুর রশিদ সরকার মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ২ জন গাঁজা ব্যবসায়ীকে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছি। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ২০ হাজার টাকা। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।