রাজীব চন্দ্র শীলঃ কচুয়ায় মুক্তিযোদ্ধাদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল হাসান মতবিনিময় ও বীর নিবাস কাজের অগ্রগতি নিয়ে সভা করেছেন।
২৪ আগষ্ট বুধবার উপজেলা পরিষদের মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইবনে আল জাহিদ, ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার এয়াকুব আলী মাষ্টার, উপজেলা কমান্ডার আব্দুল মবিন, উপজেলা ডেপুটি কমান্ডার মোহাম্মদ জাবের মিয়া, উপজেলা সহকারী কমান্ডার সালাউদ্দিন মানিক, উপজেলা সহকারী কমান্ডার ডাক্তার মোহন, সহকারী কমান্ডার শফিকুর রহমান মেম্বার, বীর মুক্তিযোদ্ধা সন্তোষ চন্দ্র সেন, সিরাজুল ইসলাম মাষ্টার প্রমুখ।
এসময় সভায় কচুয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান মুক্তি যোদ্ধাদের জন্য নির্মাণাধীন বীর নিবাস কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং দ্রুত কাজ সম্পন্ন করার জন্য নির্দেশনা দেন।