কচুয়া প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়ায় মুক্তিযোদ্ধা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার কচুয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে ২ জন মুক্তিযোদ্ধাসহ ট্যালেন্টপুল ও সাধারন গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ৪৪৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। কচুয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মানিক ভৌমিকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আমির হোসেন মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির।
অনুষ্ঠান বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান,এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন,উপজেলা শিক্ষা অফিসার এএইচএম শাহরিয়ার,মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান,সংবর্ধিত অতিথি মুক্তিযোদ্ধা আব্দুল মবিন ও জাবের মিয়া,চাঁদপুর জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ওমর ফারুক ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার প্রমুখ।
আলাচনা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, নগদ অর্থ ও শিক্ষা উপকরন বিতরন করেন অতিথিবৃন্দ।
এসময় কচুয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুল ইসলাম, শিক্ষা সচিব আলমগীর চৌধুরী, অর্থ সম্পাদক ফখর উদ্দিন,ইউনিয়ন সভাপতি রাজ্জাক সর্দার, আনোয়ার হোসেন, শহীদ উল্যাহ মজুমদারসহ বিভিন্ন শ্রেনীর লোকজন উপস্থিত ছিলেন।