মোঃ রাছেলঃ
মহা পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (দরূদ) উদযাপন উপলক্ষে কচুয়ায় সর্ববৃহৎ জশনে জুলুছ ঈদ-এ মিলাদুন্নবী (দরূদ) উদযাপন অনুষ্ঠিত।
বৃহস্পতিবার সকালে উপজেলার নলুয়া বাজার সংলগ্ন বালুর মাঠ থেকে একটি বিশাল আনন্দ র্যালি ও সম্প্রতি ফ্রান্সে সরকারি ভবনে রাসুল (দরূদ) এঁর ব্যঙ্গচিত্র প্রদশর্ন করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের হয়েছে।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের খতিব, শিক্ষক, পেশাজীবী, সমাজ সেবক,সামাজিক সংগঠন ও রাজনীতিবিদ’সহ সর্বস্তরের হাজার হাজার মানুষ স্বতঃক্ষূর্তভাবে অংশ গ্রহন করেন।
উক্ত র্যালিটি সাহেদাপুর, মনোহরপুর,সুবিদপুর ও কচুয়া ডাক বাংলো হয়ে গুরুত্বপূর্ন সড়ক সমূহ পদক্ষিণ শেষে পুনবায় বালুর মাঠে এসে প্রথম অধিবেশনের সমাপ্তি ঘঠে।
পরবর্তীতে আসর পর্যন্ত ঈদ-ই মিলাদুন্নবী (দরূদ) এর দ্বিতীয় অধিবেশনে মনোহপুর ফাজিল মাদ্রাসার সাবেক সহকারি অধ্যাপক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ শহীদউল্লাহ্ আল কাদেরী সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন। আল্লামা মুফ্তি আলাউদ্দীন জিহাদী, (নারায়ণগঞ্জ)। মাওলানা মোশারেফ হোসেন হেলালী, (ঢাকা)। মাওলানা মুফ্তি আবুল হাসেম আল আবেদী, (কচুয়া)। দোয়াগীর হযরত মাওলানা গোলাম গাউস মাশরাফি, (এনায়েতপুর)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মুফ্তি মোহাম্মদ এ বি এম সাদেক উল্লাহ্, আব্দুল মতিন মাষ্টার ও অধ্যক্ষ মুফ্তি নজরুল আলম মজুমদার।
উক্ত জশনে জুলুছ ঈদ-ই মিলাদুন্নবী (দরূদ)উদযাপন ও সম্প্রতি ফ্রান্সে সরকারি ভবনে রাসূল (দরূদ) এর বঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এর ব্যবস্থাপনায় ছিলেন, জশনে জুলুছ ঈদ-এ মিলাদুন্নবী (দরূদ) উদযাপন কমিটি ও সার্বিক সহযোগিতা ছিলেন, আ’লা হয়রত ইমাম আহমেদ রেযা খাঁ (রহঃ) পাঠাগার ও যুব কমিটি ৯নং ইউনিয়ন শাখা।
