প্রেস বিজ্ঞপ্তিঃ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ১ মে বিকাল ৪ টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সভাপতি কমরেড জাকির হোসেন মিয়াজী।
জেলা সাধারণ সম্পাদক কমরেড জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ অধ্যাপক দুলাল চন্দ্র দাস, জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক সরদার আবুল বাশার, সিপিবি নেতা ডা. মিজানুর রহমান, সাংস্কৃতিককর্মী সাইফুল ইসলাম রাজিব ও নাজমুল ইসলাম সজীব।
সভায় বক্তারা বলেন, শ্রমিকরা এখনও ন্যায্য অধিকার পাচ্ছে না। তারা এখনও আট ঘণ্টার অধিক কাজ করে যাচ্ছে। পুঁজিপতি শ্রেণির মুনাফার লালসা আকাশচুম্বী। এরা মুনাফা লুটতে লুটতে বেদিশা হয়ে গেছে। সমাজ-সভ্যতা বিনির্মাণে বুর্জোয়ারা কাজ করছে না।তাই শ্রমিকদের ন্যায্য মজুরি,শ্রমঘণ্টা আট এখনও বাস্তবায়ন হচ্ছে না।
সে কারণেই শ্রমজীবী মানুষ চরমভাবে নিগৃহীত,অধিকার বঞ্চিত। এদিকে দেশে হাজার হাজার কলকারখানা বন্ধ। নিত্যপণ্যের মূল্য লাগাম ছাড়া। মানুষের আজ নাভিশ্বাস।
এ অবস্হায় শ্রমজীবী মানুষের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া মানুষের আর কোন উপায় নেই। তাই আসুন শোষণমুক্তি সমাজ প্রতিষ্ঠার জন্য কমিউনিস্ট পার্টির লালপতাকার তলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই সংগ্রামকে জোরদার করি।