মহসীন আলমঃ মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ড দক্ষিণ করবন্দ তালুকদার বাড়ী জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোঃ শাহাজাহানকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ ৯জুন শুক্রবার বাদ জুমা মসজিদের ব্যবস্থাপনা কমিটি, এলাকাবাসী ও যুব সমাজের পক্ষ থেকে বিদায়ী সভা, বিভিন্ন উপহার প্রদান, ফুলেল সংবর্ধনা, ফুল সজ্জিত প্রাইভেটকারে বহন ও যুক্ত ব্যক্তি বহরের আয়োজন করেছে এলাকাবাসী। তিনি অন্যত্রে চাকুরী নেওয়ায় উক্ত প্রতিষ্ঠান থেকে বিদায় নেন বলে জানান মসজিদ কমিটি।
বিদায়ী সভায় বক্তারা বলেন, হাফেজ মোঃ শাহাজাহান দ্বীনি সেবা ও কর্ম দক্ষতায় এই এলাকার জনসাধারণের আস্তা অর্জন করতে সক্ষম হয়েছেন।
তিনি যেভাবে উক্ত মসজিদ ও মাদ্রাসার সার্বিক উন্নয়নে অবদান রেখেছেন তা আমাদের ভুলে যাবার মতো নয়। তিনি যুব সমাজকে দিয়েছেন সু-পথের আলো, দ্বীনি খেদমতের পাশাপাশি মসজিদ মাদ্রাসার আর্থিক অবস্থা সচল রাখতে বিভিন্ন জনের সাথে যোগাযোগ রক্ষার কাজ করেছেন নিয়মিত। এজন্য ১০ বছরের চাকুরী জীবনে সব সময় এলাকাবাসীর মন জয় করতে সক্ষম হয়েছেন।
বিদায়ী হাফেজ মোঃ শাহাজাহান তার বক্তবে বলেন, আমি ভূলত্রুটির মাঝেও সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদের এই প্রতিষ্ঠানের কল্যাণের জন্য কাজ করতে। কতটুকু পেরেছি তার বলা কথা আমার না, আপনাদের। আর এখানে আমার আর রিজিক নেই এটাই সত্যি, তাই আমি অন্যত্র চাকুরীতে চলে যাচ্ছি। আপনারা যেকোন সময় আমাকে পাশে চাইলে আমি আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।
অবশেষে তিনি সকলের কাছে দোয়া ও ক্ষমা বিনিময় করে মসজিদ মাদ্রাসার সাফল্য কামনা করে বিশেষ দোয়ার মুনাজাত পরিচালনা করেন। পরে মসজিদ কমিটি, এলাকাবাসী, যুব সমাজ ও বিভিন্ন ব্যক্তি পক্ষ থেকে তাকে বিদায়ী ফুলেল শুভেচ্ছা জানান। অবশেষে ফুল সজ্জিত গাড়ী ও জন বহর দিয়ে তাকে বাড়ীতে পৌছে দেওয়া হয়।
এর আগে মসজিদ পরিচালা কমিটির আহবায়ক জাকির হোসেন মিজির সভাপতিত্বে, বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক ইউনুছ বেপারী, সাবেক সাধারণ সম্পাদক ইমান হোসেন সোহাগ, কোষাধ্যক্ষ মৌলভী আব্দুল মতিন, বর্তমান সদস্য বাছির তালুকদার, মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোঃ হারুন অর রশিদ, যুব সমাজের পক্ষে সালমান হোসেন রাসেল।
বক্তব্যের বিভিন্ন সময় এলাকাবাসীর মধ্যে এক আবেগময় পরিবেশের অবতারনা ঘটে। অশ্রুশিক্ত নয়নে পরস্পরের প্রতি ভালোবাসা বিনিময়ের বেদনাদায়ক দৃশ্য পরিলক্ষিত হয়। যার কারনে তার বিদায়ে এলাকাবাসী বেশ আবেগাপ্লুত হয়ে পড়ে। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য বিল্লাল হোসেন তপদার, মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ আলী হোসেন, সদস্য নাছির তালুকদার, দেলোয়ার হোসেন বেপারী, ইমান হোসেন মিজি, শাহআলম মিজি, মমিন সরকার, মনির হোসেন খান, আবুল বাশার বেপারী, আক্তার হোসেন মিজি, গিয়াস উদ্দিন হাজী, জসিম তালুকদার, রুবেল বেপারী সহ এলাকার সুধীজন ও মুসুল্লিগণ।
সকল হিসাব নিকাশ চুড়ান্ত শেষে বিদায়কালে তাকে মসজিদ ও এলাকাবাসীর পক্ষ থেকে আর্থিক সন্মামনা প্রদান করা হয়।
উল্লেখ্য, হাফেজ মোঃ শাহাজাহান মিজি দীর্ঘ ১০ বছর যাবত উক্ত মসজিদের ইমাম ও খতিব এর দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি একই স্থানে দক্ষিণ করবন্দ তালুকদার বাড়ী দারুস সালাম নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় শিক্ষকতার পাশাপাশি হিসাব রক্ষকের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ইসলামীক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা নূরানী শিক্ষা কেন্দ্র পরিচালনা করে আসছিলেন।