বাবা মানে মেয়ের কাছে
হলেন পুরুষোত্তম,
বাবা মানে সন্তানের কাছে
অন্যরকম শাসন।
বাবা মানে মারে তুই
বলার আদর,
বাবা মানে মেয়ের গায়ে
ভালোবাসার চাদর।
বাবা মানে এদিকে আয়!
এক দৌড়ে যাওয়া,
বাবা মানে বাবার কাছে
কতকিছু চাওয়া!
বাবা মানে শাসনের এক
অন্য রকম নিয়ম,
বাবা মানে মারে তুই
রাত জাগিস না কেমন?
বাবা মানে একটা পরিবারের
সবগুলো দায়িত্ব,
বাবা মানে স্বপ্ন গড়ার
একটা পরিবারের অস্তিত্ব।
বাবা মানে দিন শেষে
ক্লান্ত সেই চেহারা,
বাবা মানে মুচকি হাসিতে
ফোটে লক্ষ তারা।
বাবা মানে শত কষ্টের
মধ্যেও সেই হাসি,
বাবা মানে শত কোটি বার
বলা ভালোবাসি।
বাবা মানে মেয়ের জীবনে
প্রথম পথ চলা,
বাবা মানে পরম তৃপ্তি
যা যায় না বলা।
বাবা মানে সন্তানের
সকল দোষ ক্ষমা,
বাবা মানে একটি ব্যাংক
যেথায় শ্রদ্ধা আছে জমা।
বাবা মানে সস্থির নিঃশ্বাস
দুশ্চিন্তা মুক্তকরন,
বাবা মানে কোটি প্রণামে
রাঙা তোমার চরণ।
লেখক- কাকলী চক্রবর্তী