হিলশা নিউজ রিপোর্টঃ উদীয়মান লেখিকা কাজী মাহেরার অনুগল্প ‘তুমি নামক অভিমান’ বইটি প্রকাশিত হয়েছে। নিজের ক্যারিয়ারে এটি তাঁর লেখা ২য় বই। এর আগে তিনি প্রেমের কবিতা দিয়ে সাজানো ‘উদ্দেশ্য তুমি’ বইটি প্রকাশিত করেছেন।
২২ ফেব্রুয়ারী বুধবার এক সাক্ষাৎকারে ‘হিলশা নিউজ’-কে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
কাজী মাহেরা ‘হিলশা নিউজ’-কে বলেন,এবারের তুমি নামক অভিমান বইটি পুরোটাই বাস্তবতা, প্রেম, অভিমান, অপেক্ষা ও উপেক্ষা কে প্রধান্য দিয়ে লিখেছি। বইটি পাঠকদের আকৃষ্ট করতে পারবে বলে বিশ্বাস রাখছি।

বইটি প্রকাশ পাওয়ার পর নিজের অনুভূতি প্রসঙ্গে কাজী মাহেরা ‘হিলশা নিউজ’-কে বলেন, আমার লেখা ১ম কবিতার বইটি হতে শুরু করে এবারে ২য় বইটি প্রকাশেও আমার মনে আনন্দ হচ্ছে। আর এই আনন্দের পুরোটাই প্রকাশকদের অবদান। কেননা অনেকেই টাকা খরছ করে বই প্রকাশ করিয়ে থাকেন কিন্তু আমার ক্ষেত্রে প্রকাশকরা নিজেরাই লেখা পছন্দ করে বই প্রকাশ করছেন। আর এমন উৎসাহই আমার প্রাপ্তি বলে মনে করছি।
উল্লেখ্য, কাজী মাহেরা আবেদ খান সম্পাদিত দৈনিক কালবেলা পত্রিকায় পেশাদারিত্বের পাশাপাশি নিজের বই লেখালেখি অব্যাহত রেখেছেন। তাঁর লেখা বইগুলো বইমেলাতেও পাওয়া যাচ্ছে।