মোঃ হোসেন গাজীঃ চাঁদপুরের হাইমচরের নীলকমল ইউনিয়নের ৫/৬ নং ওয়ার্ডে নির্মিত বাঁশের সাঁকো দিয়ে চলাচল করছে স্থানীয় সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ। তিন যুগেরও বেশি সময় ধরে স্থানীয় ব্যাক্তিরা এখানে একটি কালভার্ট নির্মাণের দাবি জানিয়ে আসছেন।দাবি পূরণ না হওয়ায় স্কুল শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে সাঁকো দিয়ে যাতায়াত করতে হচ্ছে।
শুক্রবার সকালে সরজমিনে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের শেষ প্রান্তের চেয়ারম্যান বাজারের শত শত লোকজন এই পথ দিয়ে যাতায়াত করে থাকেন। এই পথে বাঁশের সাঁকো তাদের পার হয়ে যেতে হয়।বিদ্যালয়েশিক্ষার্থী ছাড়াও চেয়ারম্যান বাজার, মসজিদ ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের লোকজনকেও একই ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।
জানা যায়, এই বাঁশের সাঁকোই চলাচলের একমাত্র ভরসা। বর্ষায় স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ প্রতিদিন হাজারো পথচারীকে এই সাঁকোর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়।
এলাকাবাসী ও শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবী কর্তৃপক্ষের নিকট আমাদের জীবন মান উন্নয়নে এখানে দ্রুত কালভার্ট নির্মাণ জরুরী। যা বাস্তবায়ন হলে আমরা উপকৃত হবো।
এ বিষয়ে নীলকমল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাউদ আল নাসের বলেন, নীলকমল ইউনিয়নের ৪/৫টি স্থানে কালভার্ট নির্মাণ নীলকমল ইউনিয়ন বাসীর প্রাণের দাবী। এগুলো নির্মাণ হলে আমার ইউনিয়নের জনগণ উপকৃত হইবে। তাই আমি জনভোগান্তি দূর করতে মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীসহ উপজেলার সকল কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।