অমরেশ দত্ত জয়ঃ চাঁদপুরের প্রথম শহিদ কালাম খালেক সুশীল শংকর স্মৃতি সংসদের সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাতে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন কালাম, খালেক, সুশীল, শংকর স্মৃতি সংসদের সভাপতি এড. জহিরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া।
সভায় বক্তারা বলেন, চাঁদপুরের প্রথম শহীদ কালাম, খালেক, সুশীল, শংকর দিবসকে জাতীয় দিবস হিসেবে অন্তর্ভুক্ত করতে সরকারের প্রতি দাবি জানাচ্ছি। আমরা আগামী ২৬ মার্চ শহীদ বেদীতে সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও ৩রা’ এপ্রিল কালাম খালেক সুশীল শংকর দিবসে শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করবো।
এসময় সভায় আরও বক্তব্য রাখেন কালাম, খালেক, সুশীল, শংকর স্মৃতি সংসদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার সাহা, শিক্ষক নেতা বীর মুক্তিযোদ্ধা সরদার আবুল বাসার, জেলা উদীচীর সাধারণ সম্পাদক মো.জহির উদ্দিন বাবর পাটোয়ারী, সুদীপ্ত চাঁদপুরের ভারপ্রাপ্ত সম্পাদক এম আর ইসলাম বাবু, ছাত্র ইউনিয়ন নেতা প্রনব ঘোষ, পৃথ্বীরাজ দত্ত, অনিক ঘোষ প্রমূখ।
প্রসঙ্গত, ১৯৭১ সালের ৩রা’ এপ্রিল হানাদার বাহিনীর হাত থেকে দেশকে মুক্ত করার জন্য চাঁদপুরের কয়েকজন বীর সন্তান পরিকল্পনা করেন কিভাবে চাঁদপুরকে শত্রু মুক্ত করা যায়। পরে তারা পরিকল্পনা করেন বোমা বানানোর। এরপর শহরের নতুন বাজারের ট্রাক রোড এলাকার পোদ্দার বাড়িতে একটি দোচালা টিনের ঘরে তারা বোমা বানানো শুরু করেন। হঠাৎ একটি বোমা হাত থেকে খসে পড়ে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে মারা যান শহীদ, কালাম, খালেক, সুশীল ও শংকর নামে এ ৪ বীর সন্তান। এতে টিনের ঘরটিও ছিন্নভিন্ন হয়ে যায়। এ সময় অবশ্য বাইরে থাকায় তাদের সঙ্গে থাকা কয়েকজন প্রাণে বেঁচে যান।