মোঃ আরিফুল ইসলামঃ চাঁদপুর সদরের তালতলা হতে জননী কুরিয়ার সার্ভিস হতে কোস্ট গার্ডের অভিযানে ২০ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ হয়েছে।
১ জুন বৃহস্পতিবার বিকালে এ তথ্য জানিয়েছেন কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।
তিনি বলেন, আমরা তল্লাশী চালিয়ে আনুমানিক ২০ লক্ষ মিটার নতুন কারেন্টজাল জব্দ করি। জব্দকৃত জালের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
এসময় অভিযানে উপিস্থিত ছিলেন সদর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা জামিলসহ অন্যান্যরা।