মমিনুল ইসলামঃ ঢাকার সিদ্দিকবাজারে কেনাকাটা করতে গিয়ে নর্থসাউথ রোডের সাততলা পৌর ভবনে বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন চাঁদপুরের দুই খালাতো ভাই। তারা হলেন আল আমিন (২১) ও তার খালাতো ভাই মানছুর আহমেদ (৪০)।
৮ মার্চ বুধবার বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তরের ষাটনল ইউনিয়নের চেয়ারম্যান মো. ফেরদৌস আলম। জানা যায়, আল আমিন মতলব উত্তরের ষাটনল ইউনিয়নের পশ্চিম লালপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ও ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলোজি অ্যান্ড সাইন্সের (ইউআইটিএস) দ্বিতীয় ছাত্র। আর তার খালাতো ভাই মানছুর আহমেদ একই উপজেলার ছেঙ্গারচরের মোশারফ মিয়াজীর ছেলে। তিনি ফুলবাড়িয়া মার্কেটে ব্যবসা করতেন। আর এই ছেলের মৃত্যুর খবর সইতে না পেরে অসুস্থ হয়ে পড়েছেন আল-আমিনের মা। এখন দুই পরিবারেই চলছে স্বজনদের আহাজারি।
আল আমিনের ভাই আব্দুল আহাদ বলেন, ফুলবাড়িয়া সিটি সুপার মার্কেটের বেজমেন্টে আমার খালাদের মশারির দোকান আছে। ওখানে ভাইয়াও গিয়েছিলেন। তারা দুজন একসঙ্গে ওই মার্কেটে গেছেন। তাদের দুজনেরই মৃত্যুর খবর পাবো এটা কোনভাবেই মেনে নিতে পারছি না।
এদিকে, আল আমিনের ফুফা খোরশেদ আলম বলেন, মানছুর ঢাকায় একটি অ্যাপার্টমেন্ট কিনেছিল। সেটির জন্য স্যানিটারি জিনিসপত্র কেনার জন্য তার খালাতো ভাই আল-আমিনকে সঙ্গে নিয়ে সিদ্দিকবাজার গিয়েছিল। সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনার পর আমরা খবর পেয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এসেছি। রাত ১১টার পর তাদের লাশ বুঝে পেয়েছি। এখন অ্যাম্বুলেন্সে করে দুজনের লাশ নিয়ে মতলব উত্তরের গ্রামের বাড়িতে এনেছি।
এ বিষয়ে মতলব উত্তরের ষাটনল ইউনিয়নের চেয়ারম্যান মো. ফেরদৌস আলম বলেন, আল আমিনের মৃত্যুর খবর তার স্বজনদের কাছ থেকে জেনেছি। ছেলেটি মেধাবী এবং ভালো ছিল। তার বাবা প্রবাসী থেকেও এখন আহাজারি করছে।