মমিনুল ইসলামঃ চাঁদপুরে মতলব উত্তরের (মোহনপুর) থানার দশআনি লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে কোস্টগার্ড ৩৮’শ লিটার চোরাইকৃত ডিজেল জব্দ করেছে।
শুক্রবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, দু’টি পরিত্যাক্ত ঘর হতে অভিযান চালিয়ে এই ডিজেল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ ৩৩ হাজার ২০০ টাকা।
অভিযানে কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান,মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল হাসানসহ অন্যান্যরা অংশ নেন। অভিযান শেষে জব্দকৃত ডিজেল থানায় হস্তান্তর করা হয়।