অমরেশ দত্ত জয়ঃ হুমায়ারা সামরিন নামের মাত্র ২০ মাস বয়সের কন্যা শিশুটির চিকিৎসা সহায়তা পেতে দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় পিতা। এটি চাঁদপুর সদরের পুরানবাজারের পূর্ব জাফরাবাদ এলাকার ভূঁইয়া বাড়ীর ঘটনা।
৪ জুন রোববার রাতে ভূঁইয়া বাড়ীতে গেলে হুমায়ারাকে সুস্থ্য দেখতে তাঁর স্বজনদের অশ্রুসিক্ত আহাজারি দেখা যায়।
স্থানীয়রা জানায়, হুমায়ারা সামরিনের পিতা হচ্ছেন মুহাম্মদ সাইফুল ইসলাম। যিনি বাংলালিংক এ এসআর পদে কাজ করেন। আর মা খাতিজাতুন কোবরা হচ্ছেন গৃহিণী। হুমায়ারা তাদের একমাত্র কন্যা সন্তান।
হুমায়ারা সামরিনের পিতা মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমার মেয়ে সুস্থ্যই জন্মেছিলো। কিন্তু জন্মের ৮ মাস পর থেকে তাঁর একটি টিউমার হয়। আর এরপর থেকেই সে এখন নিউরো ব্রাসটোমা ক্যান্সারে আক্রান্ত হয়ে যায়। যার কারনে তার মুখমন্ডল ফুলে চ্যাপ্টা হয়ে গেছে। মেয়েকে বাঁচাতে যে যেখানে বলছে সেখানেই ওকে নিয়ে ছুটে যাচ্ছি। এখন চিকিৎসকরা বলেছেন দেশে নয় বরং হুমায়ারাকে নিয়ে দ্রুত ভারতে গিয়ে চিকিৎসা করাতে হবে।
তিনি আরও বলেন, আমার বন্ধু বান্ধবসহ আত্মীয় স্বজনদের থেকে ধারদেনা করে হুমায়ারা সামরিনের চিকিৎসার জন্য এখন পর্যন্ত ৬/৭ লাখ টাকা শেষ করেছি। আর্থিক সংকটে ভারতে যে যাবো তা নিয়েও দুঃশ্চিন্তায় আছি। বুজতে পারছি না কোথায় গেলে মেয়ের সঠিক চিকিৎসাটা পাবো! আমি সকলের কাছে হুমায়ারার জন্য দোয়া ও সহযোগিতা চাইছি।
এ বিষয়ে চাঁদপুর সদর ইউএনও সানজিদা শাহনাজ বলেন, হুমায়ারার পরিবার যদি ওর ক্যান্সারে আক্রান্ত চিকিৎসাজনিত কাগজপত্র নিয়ে আমাদের কাছে আসে। তাহলে আমরা উপজেলা সমাজসেবা থেকে আর্থিক সহায়াতা নিয়ে ওনাদের পাশে দাঁড়াবো।