মোঃ হোসেন গাজীঃ ক্রিকেটের জনপ্রিয়তা ছড়াতে মাঠে খেলতে নামলেন চাঁদপুরের বিভিন্ন পর্যায়ের চিকিৎসকরা। খেলায় দুদলে ভাগ হয়ে নতুন জার্সি পড়ে ১০ ওভারের প্রীতি ম্যাচে চিকিৎসকরা ব্যাপক উৎসাহ উদ্দিপনা নিয়ে অংশ নেয়।
১৪ জানুয়ারি রোববার দুপুরে শহরের ৬নং আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
এসকেএফ এর স্পন্সরে আড়াই’শ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল চিকিৎসক দল সবুজ জার্সিতে এবং চাঁদপুর সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজ ইন্টার্নি চিকিৎসক দল নীল জার্সিতে খেলায় দুভাগে ভাগ হয়। এতে নির্ধারিত ১০ ওভারের এই প্রীতি ম্যাচে প্রথমে ব্যাট করে আড়াই’শ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল চিকিৎসক দল ৭২ রান সংগ্রহ করে।
দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন ডাঃ আওলাদুজ্জামন সৌরভ। এই রানের জবাবে চাঁদপুর সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজ ইন্টার্নি চিকিৎসক দল ব্যাট করতে নেমে ৯.১ ওভারে ৩ উইকেটে ৭৫ রান করে ৭ উইকেটে জয়ী হয়। জয়ী দলের ডাঃ তাসনিমুল হাসান ৩৪ করেন। এছাড়াও হাসপাতাল চিকিৎসক দলের ডাঃ আসিব ২ উইকেট লাভ করেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ ট্রফিসহ ম্যান অব দ্যা ম্যাচ দুই দলের খেলোয়াড়দের পুরষ্কার প্রদান করা হয়। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মেডিকেল কলেজের শিক্ষার্থী পিএস মং, স্কোরার ছিলেন খালিদ বিন ইউসুফ এবং ধারা ভাষ্যকার ছিলেন তাহসিন রহমান, রবিউল হাসান, নাইমুর রহমান।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আড়াই’শ শয্যা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ আশরাফ আহমেদ চৌধুরী। তিনি বলেন, ক্রিকেট একটি জনপ্রিয় খেলা। এ খেলায় যাতে সবাই উদ্বুদ্ধ হয় এবং গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়ে সেই প্রতীকী বহন করতেই আমাদের চিকিৎসকরা সবাই প্রীতি ক্রিকেট ম্যাচ খেলতে মাঠে নামলেন। ক্রিকেট যে শরীর চর্চার পাশাপাশি শৃঙ্খলা রক্ষা ও ভাতৃত্ব বন্ধন এবং ঐক্যবদ্ধতাময় খেলা আমরা সেটাই ছড়িয়ে দিতে চাই। এসময় চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডাঃ মাহমুদুন্নবী মাসুম, অর্থোপেডিক সার্জারি ডাঃ শাহাদাত হোসেন, মেডিকেল অফিসার সৈয়দ আহমেদ কাজলসহ এসকেএফ এর স্থানীয় মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খেলা চলাকালীন সময়ে চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থীগণ এবং ক্রিকেট প্রেমীরা মাঠের দু’পাশে উপস্থিত থেকে ব্যাপক উল্লাস উদযাপনের মধ্য দিয়ে খেলা দারুণ উপভোগ করেন।