... বিস্তারিত
ক্র্যাব সভাপতি মিজান মালিক ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ
প্রান কৃৃৃষ্ণ দাসঃ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)’র কার্যনির্বাহী কমিটির নির্বাচনে দৈনিক যুগান্তরের বিশেষ সংবাদদাতা মিজান মালিক সভাপতি এবং দেশ রূপান্তরের সিনিয়র রিপোর্টার আলাউদ্দিন আরিফ সাধারণ সম্পাদক নির্বাচিত।
৯ জানুয়ারি’২১ শনিবার রাতে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার পারভেজ খান ভোট গণনা শেষে এ ফল ঘোষণা করেন।
ফলাফল: সভাপতি পদে মিজান মালিক ১’শ ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ প্রতিদিনের মির্জা মেহেদী তমাল পেয়েছেন ১’শ ৪ ভোট।
সাধারণ সম্পাদক পদে ১’শ ৫০ ভোট পেয়ে নির্বাচিত হন আলাউদ্দিন আরিফ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান বিকু পেয়েছেন ১’শ ০৯ ভোট।
সহ-সভাপতি পদে ১’শ ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন নিত্য গোপাল তুতু, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মু. জাহাঙ্গীর আলম পেয়েছেন ১’শ ২০ ভোট। যুগ্ম সম্পাদক পদে ১’শ ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাসান-উজ-জামান।
নির্বাচনে ২’শ ৮১ জন ভোটারের মধ্যে ২’শ ৭০ জন ভোটার ভোট দেন। এদের মধ্যে ৭ জনের ভোট বাতিল হয়। নির্বাচনে সর্বোচ্চ ১’শ৭৭ ভোট পেয়েছেন রুদ্র মিজান। তিনি প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।