প্রেস বিজ্ঞপ্তি: সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটোয়ারী চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় নিয়ে যা বললেন – ক্ষুদ্র প্রয়াস আমাদের চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয়। শতাব্দী-প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। এক সময়ের শিক্ষা-ক্রীড়া -সংস্কৃতিতে জেলার গন্ডি পেরিয়ে বিভাগীয় পর্যায়ে একনামে সুপরিচিত ছিল।
আমরা আশাবাদী যে, সকলের সম্মিলিত প্রয়াসে হৃত গৌরব ফিরে আসবে। তাই স্কুল, কলেজ এবং নিকটস্থ মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাংলা একাডেমি প্রকাশিত অভিধান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “কারাগারের রোজনামচা”, মহান মুক্তিযুদ্ধ বিষয়ক বই এবং আরও প্রয়োজনীয় বই উপহার দিয়ে উৎসাহিত করা হয়েছে। অধিকন্তু উচ্চতর পুস্তক ক্রয়ের জন্য মাদ্রাসার প্রধানকে ভালো অঙ্কের নগদ অর্থও প্রদান করা হয়েছে।
শিক্ষার সঙ্গে সঙ্গে ক্রীড়া ও সংস্কৃতির জগতে আরও উজ্জ্বল ভূমিকা রাখুক। এ লক্ষ্যে বিচিত্র রকমের মূল্যবান ক্রীড়া সামগ্রী স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য আমাদের প্রিয় স্কুল এবং মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। বাস্তব কারণেই প্রতিষ্ঠাতা এবং দাতা পরিবারের ভূমিকা সর্বদা অগ্রগামী থাকে। শত বছর পরও এ ধারা অব্যাহত আছে।
সুদূর আমেরিকা প্রবাসী কবির পাটওয়ারী এবং তাঁর পরিবার-পরিজনের বদান্যতায় বরাবরের মতোই এতো সুন্দর উপহার।এই স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষানুরাগীগণ স্কুলের নাম ব্যবহার করে ঢাকায় বিবিধ আয়োজন করলে করুক। তবে, তাঁরাও স্কুল ও কলেজের উন্নয়ন কল্পে উদারভাবে এগিয়ে আসুক-এই প্রত্যাশা মায়ের কোলে বসবাসকারী সকল সচেতন মহলের।