মামুন হোসাইনঃ চাঁদপুরের ফরিদগঞ্জে ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া গ্রামে অসাবধনতায় পুকুরের পানিতে ডুবে হাফিজা আক্তার জান্নাত(০৫) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
২৫ সেপ্টেম্বর রোববার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত হাফিজ আক্তার জান্নাত লক্ষ্মীপুরের রামগঞ্জের ২নং নোয়াগাঁও ইউনিয়নের উদীয়পুর গ্রামের সৌদি প্রবাসী হোসাইন ও ফাতেমা বেগমের একমাত্র কন্যা সন্তান।
নিহত হাফিজ আক্তারের মা ফাতেমা বেগম জানান, পারিবারিক কলোহে আমি মেয়েসহ ফরিদগঞ্জে ভাড়া থাকতাম। দুপুরে খেলতে গিয়ে বাড়ির পাশের দিঘিতে আমার কন্যা পানিতে পড়ে যায়। পরে লোকজন থেকে খবর পেয়ে এসে মেয়েকে হাসপাতালে নিলেও শেষ রক্ষা হয়নি।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ওই কন্যা শিশুটির মরদেহ তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।