মামুন হোসাইনঃ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে ধানের বীজ এবং নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে প্রখ্যাত সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা সংসদ-সদস্য মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে খাদ্যদব্য, জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজণীয় সামগ্রী দাম উর্ধ্বমুখি। সেই কারণে বাংলাদেশেও এর প্রভাব পড়েছে।
তবে মাননীয় প্রধানমন্ত্রীর অক্লান্ত পরিশ্রম করে চলেছেন যাতে এই সমস্যা দ্রুত সমাধান হয়। আশার বিষয়ে প্রধানমন্ত্রী দেশবাসীকে আশ্বস্থ করেছেন দ্রুত মানুষ আগের অবস্থায় ফিরে যেতে পারবে। তবে এইজন্য খাদ্যদ্রব্য উৎপাদন বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। সেইজন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব নিজ নিজ অবস্থান থেকে খাদ্যদ্রব্য উৎপাদন বাড়াতে হাত বাড়িয়ে দেয়া। কারণ আমরা পরনির্ভরশীল হতে চাই না। ইতিমধ্যেই আমরা ধানসহ বেশ কয়েকটি পন্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি।
তিনি আরো বলেন, ফরিদগঞ্জে আমন ধানের আবাদ অব্যাহত রাখতে পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করবো দ্রুত ফরিদগঞ্জের নদী ও খালসমূহে পানি সরবারহ নিশ্চিত করতে। কারণ জলবায়ুর প্রভাবে বর্ষায় পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় আমন ধান রোপন করতে পারছে না কৃষকরা।
রোববার ( ২১ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও তাছলিমুন নেছা’ র সভাপতিত্বে বিতরণ পুর্ব আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ,উপজেলা কৃষি কর্মকর্তা আশিক মাহমুদ জামিল, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন,সিনিয়র আহ্বায়ক হেলাল উদ্দিন, সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান। আলোচনা শেষে তিনশত কৃষকদের মাঝে বীজ ও ২২জন নারীর মাঝে সেলাই মেশিন তুলে দেন প্রধান ও অতিথিবৃন্দ।