প্রেস বিজ্ঞপ্তিঃ বন্ধুত্বের মাধ্যমে সেবা-এই মুল মন্ত্রকে লালন করে নিজের ক্যারিয়ার গঠন ও সমাজের মানুষের জন্য কাজ করে রোটার্যাক্টরা। আশেপাশের অসহায় গরীব দুঃখী মানুষের পাশে থাকে রোটার্যাক্টররা।
বর্তমান দ্রব্যমূল্যের উর্ধগতির ফলে বিপাকে পড়েছে অসহায় গরীব নিম্নবিত্ত মানুষজন৷ তাই সাধ্য অনুযায়ী সমাজের কতিপয় গরীব দুঃখী মানুষের পাশে সহযোগিতা নিয়ে কাজ করে যাচ্ছে রোটার্যাক্ট ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল।
শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় চাঁদপুর সেন্ট্রাল রোটার্যাক্ট ক্লাবের নিজস্ব কার্যালয়ে অসহায় প্রতিবন্ধী ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের অতীত সভাপতি রোটার্যাক্টর জয় ঘোষ, সভাপতি রোটার্যাক্টর ইন্জিনিয়ার মন্জুর আলম, সমাজ সেবা পরিচালক রোটার্যাক্টর শাহজালাল খাঁনসহ ক্লাবের অন্যান্য সদস্যগন।
এ বিষয়ে ক্লাবের অতীত সভাপতি রোটার্যাক্টর জয় ঘোষ বলেন, বর্তমান বাজার দরের যে অবস্থা গরীব দুঃখী মানুষের জীবন যাপন খুবই কষ্ট সাধ্য হয়ে পড়েছে। তাই সকলকে সবার সাধ্যমত মানুষের পাশে দাড়ানোর অনুরোধ রইলো।
ক্লাব সভাপতি রোটার্যাক্টর ইন্জিনিয়ার মন্জুর আলম বলেন, মানুষ মানুষের জন্যই। সবাই যদি সবার জায়গা থেকে গরীব দুঃখী মানুষের পাশে দাড়ায়। তাহলে তাদের জীবন যাপনের মান কিছুটা হলেও পরিবর্তন করা সম্ভব হবে।
ক্লাবের সমাজ সেবা পরিচালক রোটার্যাক্টর শাহজালাল খান বলেন, আমরা আমাদের সাধ্যমত চেস্টা করেছি মানুষের পাশে দাঁড়াতে। আমাদের চেষ্টা অব্যাহত আছে এবং সবসময় থাকবে।