রাফিউ হাসানঃ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার অন্যতম জনপ্রিয় সামাজিক সংগঠন “খামপাড় আদর্শ কল্যাণ সংস্থা’র দ্বিতীয় মেয়াদে কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত কমিটিদের স্বাগত ও শুভেচ্ছা জানিয়েছেন উক্ত সংস্থার প্রধান উপদেষ্টা জনাব মোশারফ হোসেন।
নবনির্বাচিত কমিটিতে হাঃ মোঃ ওমর ফারুককে সভাপতি, মোঃজাহিদ হাসান ফয়সালকে সাধারণ সম্পাদক ও মোঃ মেহেদী হাসান বাবলুকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ তানজিল আহমেদ, সহ-সভাপতি জাহিদ হিম ইমন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ যোবায়ের আলম, সহ-সাধারণ সম্পাদক মোঃ আবু কায়সার শাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন সোহাগ, দপ্তর সম্পাদক খালিদ হাসান, সমাজ কল্যাণ সম্পাদক সাইফুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক জাহিদ হোসেন রাজু, ক্রীড়া সম্পাদক তৌহিদুল ইসলাম শান্ত, তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইয়াছিন হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান নাহিদ।
সংগঠনের প্রধান উপদেষ্টা মোশারফ হোসেন মুঠোফোনে জানান, নবনির্বাচিত সকল সদস্যগণ সংগঠনের মাধ্যমে সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সকল বাধা বিপত্তি দূর করার নিমিত্তে একত্রে থেকে সংগঠনটি খামপাড় গ্রামকে সারা বাংলায় আলাদাভাবে পরিচয় করিয়ে দিবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, নবনির্বাচিত নেতৃত্ব সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে যথাযথ ভূমিকা রাখবে। নির্বাচিত সকল স্বেচ্ছাসেবী নেতৃবৃন্দেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
উল্লেখ্য, খামপাড় আদর্শ কল্যাণ সংস্থাটি দীর্ঘদিন যাবৎ শাহরাস্তি উপজেলার খামপাড় গ্রামে সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের মাঝে তাদের সাধ্যানুযায়ী সহায়তা দিয়ে যাচ্ছে। অবহেলিত প্রান্তিক জনগোষ্ঠীকে তারা আলোর দিশারী হয়ে কাজ করছেন।
