হিলশা নিউজ রিপোর্টঃ চাঁদপুরের ক্রীড়ানুরাগী, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েল পুরাণবাজার হরিজন একাদশ ক্লাবের খেলোয়াড়দের জার্সি উপহার দিয়েছেন।
১২ জুন (সোমবার) সন্ধ্যায় জোড়পুকুর পাড়স্থ ফেরদাউস মোর্শেদ জুয়েল তার রাজনৈতিক কার্যালয়ে হরিজন একাদশ ক্লাবের খেলোয়াড়দের হাতে তিনি জার্সিগুলো তুলে দেন।
এ সময় তিনি বলেন, যুব সমাজকে মাদক মুক্ত রাখতে খেলোয়াড়দের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। হরিজন ক্লাবের খেলোয়াড়দের উৎসাহ দিতেই মূলতঃ এ আয়োজন। জয় হোক এ সকল খেলোয়াড়দের, যারা মাদকের ছোবল থেকে মুক্ত হয়ে খেলাধুলায় মেতে আছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পিন্টু সাহা, দপ্তর সম্পাদক রনজিৎ সাহা মুন্না, স্বেচ্ছাসেবক লীগ নেতা সিদ্দিকুর রহমান, নাসির উদ্দিন নিসান, মাহমুদ খান, দাদন শেখ, তাপস রায়, সাজ্জাদ পাটওয়ারী প্রমুখ।