বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুর সদরের গণি আদর্শ উচ্চ বিদ্যালয়ে কালাম খালেক সুশীল শংকর স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ মার্চ শনিবার সকাল সাড়ে ১১ টায় কালাম খালেক সুশীল শংকর স্মৃতি সংসদের উদ্যোগে ১৫ দিন ব্যাপি কর্মসূচীর ৩য় দিনে এ আলোচনা সভা করা হয়।
গণি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা। অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কালাম খালেক সুশীল শংকর স্মৃতি সংসদের সাধারন সম্পাদক জাহিদ হোসেন ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দীন রাসেল, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর পাটোয়ারী, দেশের প্রাচীন পত্রিকা সংবাদ এর চাঁদপুর জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয় প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানানো এবং মুক্তিযুদ্ধের আদর্শ ও চেতনায় শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। দেশকে একটি সুখী সম্বৃদ্ধ ও অসাম্প্রদায়িক প্রগতিশীল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এই প্রশংসনীয় উদ্যোগটি নেয়া হয়েছে।