গাঁজা ইয়াবাসহ পুলিশের পৃথক অভিযানে ২ জন আট
শাহরাস্তি সংবাদদাতাঃ চাঁদপুরের শাহরাস্তিতে গাঁজা ইয়াবাসহ থানা পুলিশের পৃথক অভিযানে ২ জন আটক হয়েছে। এরমধ্যে ১২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১ জন এবং ৫শ’ গ্রাম গাঁজাসহ আরও একজন আটক হয়।
১৬ মে বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন শাহরাস্তি থানার ওসি মোঃ আলমগীর হোসেন।
আটককৃতরা হচ্ছেন, ইয়াবা ব্যবসায়ী মোঃ বিল্লাল হোসেন (৫৪)। তিনি শাহরাস্তির রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ঘুঘুরচরের মৃত আব্দুর রহমান ও মৃত সালেহা বেগমের ছেলে। তাকে মিয়াজী বাড়ীর ঈদগাহ মাঠ এলাকা হতে ১২ পিচ ইয়াবাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে শাহরাস্তি থানার মামলা নং-১২, ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) দায়ের করা হয়েছে।
অপরদিকে বুধবার মোঃ সেলিম(৫০) নামে একজনকে ৫শ’ গাঁজাসহ আটক করা হয়। তিনি কুমিল্লার মনোহরগঞ্জের সাতপুকুরিয়ার মিল বাড়ীর মৃত ফজর আলীর ছেলে। তাকে শাহরাস্তির চিতোষী পূর্ব বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পূর্ব পাশে তিন রাস্তার মোড়ে সেলিমের ছাতির দোকান ঘরের সামনে থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে শাহরাস্তি থানার মামলা নং-১০, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯ (ক) দায়ের করা হয়েছে।
এ বিষয়ে চাঁদপুরের শাহরাস্তি থানার ওসি মোঃ আলমগীর হোসেন বলেন, পুলিশ সুপারের নির্দেশে মাদক বিরোধী অভিযানে এদেরকে আটকের পর আইনহত ব্যবস্থা নেয়া হয়েছে।