মামুন হোসাইনঃ চাঁদপুরের ফরিদগঞ্জে মুক্তিপনের জন্য গৃহশিক্ষকের হাতে শিশু আদিল সোহান হত্যা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২৪ মে বুধবার দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে পুলিশ সুপার মিলন মাহমুদ।
এর আগে সোহানের গৃহশিক্ষক আব্দুল আহাদ(১৭) কে তথ্য প্রযুক্তির ব্যবহারে গ্রেফতার করে পুলিশ। সে ফরিদগঞ্জের রুদ্রগাঁও তালুকদার বাড়ির শরীফ তালুকদারের ছেলে।
পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, মুক্তিপন আদায়ের লক্ষ্যে মুখ চেপে ধরে আদিল সোহানকে হত্যার পর মাটিচাপা দেয় আহাদ। যদিও তার ফোন কল এবং বেশ কিছু তথ্য উপাত্ত আমাদের কাছে চলে আসায় তাকে ধরতে আমাদের অসুবিধা হয়নি। পকৃতপক্ষে অভাব অনটনের কারনে লোভে পড়ে এই নিকৃষ্ট পথ বেছে নিয়েছিলো আহাদ।
এই সংবাদ সম্মেলনে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপ্স) পলাশ কান্তি নাথ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি আহসান উল্লাহ, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মান্নানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৫ মে আদিল সোহান নিখোঁজ হওয়ার পর ১৯ মে পুলিশি তদন্তে মাটি চাপা অবস্থায় ওই শিশুর লাশ উদ্ধার হয়।