স্টাফ রিপোর্টারঃ গ্রাহকদের পদচারণা ও বাইক সার্ভিসের মধ্য দিয়ে চাঁদপুরে ঝীল মোটর’স এর ২ দিনব্যাপী মেলার ১ম দিন সম্পন্ন হয়েছে।
১০ মে বুধবার শহরের বাসস্ট্যান্ডে সকাল ৯টা হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত বিরতিহীন বাইক সার্ভিসের মধ্য দিয়ে এ মেলার দিনটি অতিবাহিত হয়।
জানা যায়, মেলার ১ম দিনে বাজাজ এর সকল মোটরসাইকেলে ফ্রী সার্ভিস, মবিল চেঞ্জ, এয়ার ফিল্টার বদল, ওয়েল ফিল্টার পরিবর্তন, চেইন স্পোকেট পরিবর্তন, ক্লাস প্লেট পরিবর্তন, মোটরসাইকেলের সকল পার্স ১০% ডিসকাউন্ট এবং সম্পূর্ণ লেবার ফ্রী সার্ভিস দেয়া হয়েছে।
এ বিষয়ে ঝীল মোটর’স এর পরিচালক আব্দুল আজিজ আখন্দ বলেন, উত্তরা মটরস এর একমাত্র থ্রীএস ডিলার হচ্ছে চাঁদপুরের ঝীল মটরস। আর ঝীল মোটরস এই সবসময় গ্রাহকদের সুবিধার জন্য ২দিন ব্যাপী এই মেলাটি করে থাকে। এবারের মেলায় আমাদের ৮ জন সার্ভিস কর্মী নিরলসভাবে কাজ করে গ্রাহকদের ফ্রী সার্ভিস দিয়েছেন। প্রথম দিনে অর্ধশতাধিক মোটর সাইকেলকে সার্ভিস দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উত্তরা মোটরস এর নোয়াখালী ব্রাঞ্চের সার্ভিস ইঞ্জিনিয়ার আব্দুল আজিজ, স্পেয়ার পার্স বিক্রয় নির্বাহী মিন্টু চন্দ্র সূত্র ধর, নোয়াখালী ব্রাঞ্চের হেড টেকনিশিয়ান আশরাফুন নূর, ঝীল মোটরস এর সত্ত্বাধিকারী মাসুদ আখন্দ, ম্যানেজার হোসাইনুর রহমান সোহাগ,সার্ভিস ম্যানেজার আবু সুফিয়ান নয়ন, মার্কেটিং ম্যানেজার ইয়াসিন, ম্যাকানিক লাভলু, মিঠু, শাহাদাৎ, নাজমুল, উত্তরা মোটরস এর ম্যাকানিকাল ইঞ্জিনিয়ার বিপ্লবসহ অন্যান্যরা।