অমরেশ দত্ত জয়ঃ ২০০৪ সালের ভয়াল ২১ আগষ্টের গ্রেনেড হামলায় নিহত চাঁদপুরের হাইমচরের সন্তান ও স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নেতা আব্দুল কুদ্দুস পাটওয়ারীর নামে সরকারি বেসরকারি স্থাপনা বা রাস্তার নামফলকের দাবী জানিয়েছে তার পরিবারের সদস্যরা।
রোববার সকালে এক সাক্ষাৎকারে তার পরিবারের পক্ষে এমন দাবী তুলেন শহীদ কুদ্দুসের বড় ভাই মোঃ হুমায়ুন পাটওয়ারী।
তিনি বলেন, এই সরকারের আমলে আমার ভাইকে স্মরণ করলেও এক সময় নতুন প্রজন্ম এই ভয়াল কাহিনী ভুলে যেতে পারে। তাই নতুন প্রজন্মকে জানানোর জন্য হলেও আমার ভাই শহীদ আব্দুল কুদ্দুস পাটওয়ারীর নামে একটি সরকারি স্থাপনা এবং এরসাথে অন্তত একটি রাস্তার নাম রাখা হউক। এটা সংশ্লিষ্টগণ চাইলেই সম্ভব বলে আমরা তার পরিবারবর্গ মনে করি।
উল্লেখ্য, শহীদ আব্দুল কুদ্দুস পাটওয়ারী ১৯৬৯ সালে চাঁদপুরের হাইমচর উপজেলায় জম্মগ্রহন করেন। তিনি ১৯৯৬ সালে উচ্চ শিক্ষার জন্য ঢাকা জগন্নাথ কলেজে ভর্তি হন। ওই কলেজ থেকে শুরু হয় তার রাজনৈতিক জীবন। ঢাকায় থাকা অবস্থায় খুব অল্প সময়েই কেন্দ্রীয় আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত হয়ে যান এবং স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সদস্য হিসেবে মনোনিত হয়ে নিবেদিতকর্মী হিসেবে দলের জন্য কাজ করেছিলেন।